যখন আসমান ফেটে যাবে,
যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,
তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),
তারা জানে তোমরা যা কর।
নেককারগণ থাকবে নানান নি‘মাতের মাঝে
আর পাপীরা থাকবে জাহান্নামে,
কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে।
তারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।
তুমি কি জান কর্মফলের দিনটি কী?
আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?
সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।