অল ইসলাম লাইব্রেরি
1

(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।

2

যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।

3

যিনি পরম করুণাময় অতি দয়ালু।

4

যিনি প্রতিফল দিবসের মালিক।

5

আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

6

আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।

7

তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ, যারা গযবপ্রাপ্ত (ইয়াহূদী) ও পথভ্রষ্ট (খ্রিস্টান) নয়।