অল ইসলাম লাইব্রেরি

70 - উন্নয়নের সোপান - Al-Ma`ārij

:1

এক ব্যক্তি চাইল সে ‘আযাব যা অবশ্যই সংঘটিত হবে।

:2

কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই

:3

(যে শাস্তি আসবে) আল্লাহর নিকট হতে যিনি আসমানে উঠার সিঁড়িগুলোর মালিক,

:4

ফেরেশতা এবং রূহ (অর্থাৎ জিবরীল) আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

:5

সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য।

:6

তারা ঐ দিনটিকে সুদূর মনে করছে,

:7

কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।

:8

সেদিন আকাশ হবে গলিত রূপার মত,

:9

আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,

:10

বন্ধু বন্ধুর খবর নিবে না,

:11

যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে, অপরাধী সেদিনের ‘আযাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তানাদিকে,

:12

তার স্ত্রী ও ভাইকে,

:13

আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত,

:14

আর দুনিয়ার সব্বাইকে, যাতে তা তাকে রক্ষা করতে পারে।

:15

না, কক্ষনো নয়, ওটা জ্বলন্ত অগ্নিশিখা,

:16

যা চামড়া তুলে দিবে,

:17

জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পেছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

:18

সে মালধন জমা করত, অতঃপর তা আগলে রাখত,

:19

মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে,

:20

বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত,

:21

কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ,

:22

তবে নামায আদায়কারীরা এ রকম নয়,

:23

যারা তাদের নামাযে স্থির সংকল্প

:24

যাদের ধন-সম্পদে একটা সুবিদিত অধিকার আছে,

:25

প্রার্থী এবং বঞ্চিতদের,

:26

যারা বিচার দিবসকে সত্য মানে।

:27

যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত কম্পিত,

:28

তাদের প্রতিপালকের শাস্তি এমন যে তাত্থেকে নিজেকে নিরাপদ ভাবা যায় না,

:29

যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে

:30

তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, কেননা তাতে তারা তিরস্কৃত হবে না,

:31

তবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করবে, তারাই সীমালঙ্ঘনকারী।

:32

যারা তাদের আমানাত ও ও‘য়াদা রক্ষা করে,

:33

যারা তাদের সাক্ষ্যদানে (সত্যতার উপর) সুপ্রতিষ্ঠিত,

:34

যারা তাদের নামাযে যত্নবান,

:35

তারাই হবে জান্নাতে সম্মানিত।

:36

কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে (তোমার কুরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য),

:37

ডান দিক আর বাম দিক থেকে দলে দলে,

:38

তাদের প্রত্যেকেই কি এই লোভ করে যে, তাকে নি‘মাত-ভরা জান্নাতে দাখিল করা হবে?

:39

কক্ষনো না, আমি তাদেরকে কী থেকে সৃষ্টি করেছি তা তারা জানে (এমন নগণ্য বস্তু থেকে সৃষ্ট মানুষ কেবল মানুষ হয়ে জন্ম নেয়ার কারণেই জান্নাতে চলে যাবে এ রকম লোভ করা বড়ই অবিবেচনাপ্রসূত ব্যাপার)।

:40

আমি শপথ করছি উদয়স্থানসমূহের ও অস্তাচলসমূহের রব্বের-আমি অবশ্যই সক্ষম,

:41

তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ বানাতে, আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই।

:42

কাজেই তাদেরকে অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের সাক্ষাৎ লাভ করে যে দিনের ও‘য়াদা তাদেরকে দেয়া হয়েছিল।

:43

যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুততার সাথে- যেন তারা কোন লক্ষ্যস্থলের দিকে ছুটে চলেছে।

:44

তাদের দৃষ্টি হবে অবনমিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই হল সেই দিন যার ও‘য়াদা তাদেরকে দেয়া হচ্ছিল।