অল ইসলাম লাইব্রেরি
1

পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,

2

পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,

3

এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’

4

সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,

5

কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,

6

সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,

7

অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,

8

আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।