অল ইসলাম লাইব্রেরি
1

তুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন?

2

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?

3

তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।

4

যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল।

5

অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।